আগরতলা : নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসের।বদলের বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন ও ভারতের জাতীয় পতাকা অবমাননার জেরে ব্যাপক প্রভাব পড়েছে ভারতে সহ ত্রিপুরা রাজ্যে। সোমবার একটি সংগঠনের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে আগরতলাস্থিত বাংলাদেশ সহকারি হাইকমিশনের অফিসে ঘটে যায় এক অনভিপ্রেত ঘটনা। এই ঘটনার পর পুলিশ একটি মামলা গ্রহণ করে ইতিমধ্যে ৭ জনকে গ্রেপ্তার করেছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি আগরতলাস্থিত বাংলাদেশ সহকারি হাইকমিশনের অফিসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়ন করা হয়েছে পুলিস সহ আধাসামরিক বাহিনীর জওয়ানদের। নতুন করে আর কোন ঘটনা যেন না ঘটে তার জন্য সক্রিয় ভুমিকা পালন করে চলছে আরক্ষা প্রশাসন। এক কথায় কড়া নিরাপত্তা ব্যবস্থা কড়া হয়েছে।