বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে আক্রমণের প্রতিবাদে সরব বৈদিক ব্রাক্ষন সমাজ

আগরতলা : সংখ্যালঘুদের বাংলাদেশে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগে এবার সরব বৈদিক ব্রাক্ষ্মন সমাজ।বদলের বাংলাদেশে নির্যাতনের শিকার সংখ্যালঘুরা। মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে সংখ্যালঘুদের। এই ঘটনার প্রতিবাদে সরব হল বৈদিক ব্রাহ্মণ সমাজ। বৈদিক ব্রাহ্মণ সমাজের তরফে বুধবার রাজধানীর মেলারমাঠ থেকে প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়। মিছিলটি প্যারাডাইস চৌমুহনীতে গিয়ে শেষ হয়। সেখানে গনঅবস্থানে বসে বৈদিক ব্রাহ্মণ সমাজের সদস্যরা। সংগঠনের সদস্য ভাস্কর চক্রবর্তী জানান বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে। এই নির্যাতন অবিলম্বে বন্ধ করার দাবিতে এদিন বৈদিক ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকে গনঅবস্থান সংগঠিত করা হয়েছে।এদিন কর্মসূচীতে সংগঠনের সদস্যরা অংশ নেয়।

Related posts

তিপ্রাসাদের বিভিন্ন দাবির মীমাংসা হতে পারে দুই- তিন মাসের মধ্যে—প্রদ্যোত

উত্তর-পূর্ব উন্নয়ন পর্ষদের ৭২ তম প্লেনারি বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

২৪ তম রাজ্য সম্মেলন নিয়ে সিপিআইএম প্রস্তুতি সভা