বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন বন্ধের দাবি জানাল ত্রিপুরা গাউছিয়া সমিতি

আগরতলা : বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন বন্ধের দাবি জানিয়েছে ত্রিপুরা গাউছিয়া সমিতি। বৃহস্পতিবার ত্রিপুরা গাউছিয়া সমিতির পক্ষ থেকে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয় আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনারের উদ্দেশ্যে। এদিন ত্রিপুরা গাউছিয়া সমিতির পক্ষ থেকে এক প্রতিনিধি দল পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয়ে গিয়ে ডেপুটেশন প্রদান করে। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ত্রিপুরা গাউছিয়া সমিতির সভাপতি। তিনি জানান বাংলাদেশ সহকারি হাইকমিশনারের উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করা হয়েছে। বাংলাদেশে গত কয়েক মাস ধরে সংখ্যালঘু মানুষের উপর নির্যাতন হচ্ছে। তাদের বাড়িঘর এবং সম্পত্তি নষ্ট করা হচ্ছে। ভারতের জাতীয় পতাকা অবমাননা করা হয়েছে বাংলাদেশে। জাতীয় পতাকা অবমাননা বন্ধ করতে হবে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভারতের জাতীয় পতাকা অবমাননার ভিডিও-র স্পষ্টীকরণ দিতে হবে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবি জানানো হয়।

Related posts

তিপ্রাসাদের বিভিন্ন দাবির মীমাংসা হতে পারে দুই- তিন মাসের মধ্যে—প্রদ্যোত

উত্তর-পূর্ব উন্নয়ন পর্ষদের ৭২ তম প্লেনারি বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

২৪ তম রাজ্য সম্মেলন নিয়ে সিপিআইএম প্রস্তুতি সভা