রাজ্যে কেন্দ্রীয় খাদ্য গুদামে মজুত ৬ মাস করার উপরে জোর দিলেন রাজ্যপাল

আগরতলা : ৩ মাস নয়, রাজ্যে কেন্দ্রীয় খাদ্য গুদামে মজুত ৬ মাস করার উপরে জোর দিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।সোমবার রাজধানীর নন্দননগরস্থিত ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার ডিভিশন অফিস ও গোডাউন সরজমিনে পরিদর্শন করলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। রাজ্যপালের সাথে ছিলেন খাদ্য দপ্তর অধিকর্তা সহ এফসিআই-র আধিকারিকরা। তিনি বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজ খবর নেন। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার ডিভিশন অফিস ও গোডাউন সরজমিনে পরিদর্শন করার পর রাজ্যপাল জানান নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর এফসিআই-র মধ্যে অনেক গুলি পরিবর্তন করা হয়েছে। খাদ্য সামগ্রী যেন নষ্ট না হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন। নন্দননগরস্থিত খাদ্য দপ্তরের গোডাউনে যে সকল মেশিন রয়েছে, সেই গুলি অনেক পুরানো। সেই মেশিন গুলি পরিবর্তন করার জন্য বলেছেন রাজ্যপাল। নন্দননগরস্থিত খাদ্য গোডাউনে ৯০ দিনের খাদ্য সামগ্রী মজুত রাখার ব্যবস্থা রয়েছে। তাই মজুত ক্ষমতা আরও বৃদ্ধি করার পরামর্শ দিয়েছেন তিনি। মজুত ৬ মাসের করার উপরে জোর দেন তিনি।

Related posts

আম্বেদকর নিয়ে অমিত শাহ-র মন্তব্যের প্রতিবাদ জানাল তপশিলি জাতি সমন্বয় সমিতি

সেজে উঠছে রাজধানীর অদূরে আল্পনা গ্রাম

২২ দফা দাবি নিয়ে সরব গভর্ণমেন্ট পেনশনাস অ্যাসোসিয়েশন ত্রিপুরা