প্রথম মুখ্যমন্ত্রী প্রয়াত শচীন্দ্র লাল সিং-এর মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন

আগরতলা : প্রতিবছর প্রদেশ কংগ্রেসের তরফে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় রাজ্যের প্রয়াত প্রথম মুখ্যমন্ত্রীকে প্রয়াণ দিবসে। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি।রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী প্রয়াত শচীন্দ্র লাল সিং-এর মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদার সঙ্গে সোমবার পালন করল প্রদেশ কংগ্রেস। এদিন প্রদেশ কংগ্রেস ভবনের সামনে প্রয়াত মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিংহের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব ও কর্মী সমর্থক। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শচীন্দ্রলাল সিংহ। তিনি অত্যন্ত সহজ সরল প্রকৃতির মানুষ ছিলেন। অত্যন্ত সুন্দরভাবে তিনি প্রশাসন পরিচালনা করেছেন। ৯ ডিসেম্বর উনার প্রয়াণ দিবস। প্রয়াণ দিবসে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় নেওয়া হয় কর্মসূচী।

Related posts

কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানাল আমরা বাঙালী

চুরি যাওয়া সামগ্রী সহ দুই চোরকে জালে তুলল পুলিস

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছেন সকলে