আগরতলা : বিদ্যুৎ কর্মী ও ইঞ্জিনিয়ারদের সুরক্ষার উপর জোর দিলেন দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। সোমবার বিদ্যুৎ নিগমের ইঞ্জিনিয়ার ও কর্মীদের সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ শিবিরে এবিষয়ে জোর দেন বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ। ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে জড়িত প্রত্যেক বিদ্যুৎ কর্মীই নিজের পরিষেবা প্রদানের দায়িত্ব পালনের পাশাপাশি অবশ্যই ব্যক্তিগত সুরক্ষাকেও উপেক্ষা করতে পারেন না। তিনি পেশাগতভাবে যেমন পরিষেবাপ্রাপক/ গ্রাহকদের প্রতি দায়বদ্ধ, একইসঙ্গে তাঁর সুস্থ স্বাভাবিক ভাবে ঘরে ফেরার নিশ্চয়তা সার্বিকভাবে সেই কর্মীর ওপর নির্ভরশীল পরিবারটির জন্যও জরুরি। এক্ষেত্রে সবচেয়ে আগে মাথায় আসে বিভিন্ন জরুরী পরিষেবার অন্যতম হিসেবে বিদ্যুৎ পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের সুরক্ষার কথা। ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের কর্তৃপক্ষ গ্রাহকদের সর্বাত্মক সুনিশ্চিত পরিষেবা প্রদানের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের দক্ষ কর্মী বাহিনীর কাজে ঝুঁকি কমানোর দিকটাকে অগ্রাধিকার দিয়ে আসছে।সেজন্যই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সচেতনতাকে হাতিয়ার করা হয়েছে। প্রকৃতপক্ষে বিদ্যুতের কাজে একটা ভুল অনেক সময়ই জীবনের শেষ ভুল হয়ে যেতে পারে। তখন আর আইনি ব্যবস্থা, বিচার, শাস্তি, জরিমানা, ক্ষতিপূরণের মত পদক্ষেপগুলি নিতান্তই অর্থহীন হয়ে দাঁড়াবে। দ্বিতীয়বার সেই ভুল সংশোধনের উপায়ই থাকবে না। এজন্যই একজন বিদ্যুৎ কর্মী হিসেবে ভূমিকা পালন আর ‘সদা সতর্ক থাকা’র বার্তায় কার্যতঃ কোন ফারাক থাকে না, সেটা বলাই বাহুল্য। এই বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড ও পাওয়ার গ্রীড এর সহায়তায় শুরু হয়েছে দুইদিন ব্যাপী ক্রমশ্লা ও প্রশিক্ষণ । সোমবার রাজধানীর ৭৯ টিলা বিদ্যুৎ নিগমের ট্রান্সমিশন সার্কেল অফিসে এর সূচনা হয়।উদ্বোধনী দিনে ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড এর সেফটি ম্যানুয়াল ও সুরক্ষা বিষয়ক তথ্য চিত্র উন্মোচন করা হয়। একই অনুষ্ঠানে বিদ্যুৎ কর্মীদের মধ্যে যন্ত্রাংশ সামগ্রী ও বিতরণ করেন মন্ত্রী সহ অতিথিরা। এদিন সকলে শপথ বাক্যও পাঠ করেন।শিবিরে উদ্বোধনে মন্ত্রী রতন লাল নাথ বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি বলেন, রাজ্যে কোন লোড শেডিং হয় না। বন্যার সময় বিদ্যুৎ কর্মীরা জে কাজ করেছেন তা অভাবনীয়। তিনি বলেন বিদ্যুৎ কর্মীদের সুরক্ষার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। তাই কর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন তারা যাতে খুব স্ত্রক্তার সঙ্গে কাজ করেন।দুদিনব্যাপী সকল স্তরের ইঞ্জিনিয়ার এবং বিদ্যুৎ কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ক ট্রেনিং এর উদ্বোধনে উপস্থিত ছিলেন বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ,ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের ডিরেক্টর ফিনান্স, টিপিটিএল-র জেনারেল ম্যানেজার, গ্রিডের সিনিয়র জেনারেল ম্যানেজার, টিপিটিএল-র এজিএম সহ সংশ্লিষ্ট আধিকারিকরা।
রাজ্যে কোন লোড শেডিং নেই- বিদ্যুৎমন্ত্রী
57