আগরতলা : প্রায় ৭ বছর আগে তৎকালীন সর্বভারতীয় কংগ্রেস কমিটির সভানেত্রী সোনিয়া গান্ধী ঘোষণা দিয়েছিলেন রাজীব গান্ধী পঞ্চায়েতি রাজ সংগঠনের। দেশের বিভিন্ন রাজ্যে রয়েছে কংগ্রেসের এই শাখা সংগঠনের কমিটি। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সম্পর্কে মানুষকে আরও বেশি করে সচেতন করার জন্য কংগ্রেসের তরফে গঠন করা হয় রাজীব গান্ধী পঞ্চায়েতি রাজ সংগঠন। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে সংগঠনের রাজ্য কারজক্রিও কমিটির সভা হয়।ত্রিপুরায় প্রথম এর চেয়ারম্যান হয়েছিলেন বিধায়ক বীরজিত সিনহা। নতুন ভাবে এই সংগঠন ফের কাজ করতে শুরু করেছে ত্রিপুরায়। নতুন সভাপতি হয়েছেন অভিজিৎ সরকার। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে এই সংগঠনের রাজ্য কার্যকরী কমিটির সভা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক বীরজিত সিনহা, কংগ্রেস নেতা সুশান্ত চক্রবর্তী সহ অন্যরা। বিধায়ক এদিন জানান, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী একই আইনে সারা দেশে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করেছিলেন।যা কিনা ত্রি-স্তর পঞ্চায়েত। তাই জনগণকে এই ব্যবস্থা সম্পর্কে বেশি করে সচেতন করার জন্য কংগ্রেসের তরফে এই সংগঠন গড়ে তোলা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন রাজ্যের প্রতিতিও পঞ্চায়েতে এই সংগঠন গড়ে উঠবে।