ত্রিপুরা লোক সেবা আয়োগের ২২ ডিসেম্বরের পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি টি এস এফের

আগরতলা : ত্রিপুরা লোক সেবা আয়োগের ২২ ডিসেম্বরের পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি টি এস এফের।ত্রিং উৎসবের জন্য ত্রিপুরা লোকসভা আয়োগের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি জানাল তুইপ্রা স্টুডেন্টস ফেডারেশন। মঙ্গলবার সংগঠনের তরফে ডেপুটেশন দেওয়া হয় ত্রিপুরা লোক সেবা আয়োগের সচিবের কাছে। সংগঠনের সহসভাপতি জন দেববর্মা জানান, ২২ ডিসেম্বর ত্রিং উৎসব। ২১ তারিখ রাতে বিভিন্ন জায়গায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। নতুন বছরকে স্বাগত জানানোর জন্য এই উৎসব পালন করা হয়ে থাকে। রাজ্যজুড়ে জনজাতিরা এই উৎসব পালন করে আসছে। আর সে দিনই টিপিএস সির একটি পরীক্ষা রয়েছে। উৎসবের আনন্দে শামিল হবেন জনজাতি যুবক- যুবতীরা। তাই ২২ ডিসেম্বরের পরীক্ষা যাতে ত্রিপুরা লোকসেবা আয়োগ পিছিয়ে দেয় সেই দাবি জানায় তুইপ্রা স্টুডেন্টস ফেডারেশন। তারা আশা প্রকাশ করেন ত্রিপুরা লোকসভা আয়োগ তাদের দাবি মেনে পরীক্ষাটি পিছিয়ে দেবে।ইতিমধ্যেই এডিসি প্রশাসন ২২ ডিসেম্বর ছুটির ঘোষণা দিয়েছে।

Related posts

Govt provides 16,942 jobs since 2018: CM

মন কি বাত এর মাধ্যমে মানুষের সাথে সংযোগ স্থাপন করেন প্রধানমন্ত্রী: মুখ্যমন্ত্রী

মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সিপিআই-র বিক্ষোভ কর্মসূচী