রাজধানীতে প্রতিবাদ কর্মসূচী ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের

আগরতলা : রাজধানীতে প্রতিবাদ কর্মসূচী ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের।ভারতীয় সেনা বাহিনীর সদর দপ্তর থেকে ১৬ ডিসেম্বরের ছবি সরানোর প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামলো প্রদেশ যুব কংগ্রেস। মঙ্গলবার সংগঠনের তরফে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে দাঁড়িয়ে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে শামিল হয়। উপস্থিত ছিলেন যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা সহ অন্যরা। যুব কংগ্রেস সভাপতি বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তান সেনা ভারতীয় সেনা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল। সেদিনটি স্মরণে রেখে প্রতিবছর বিজয় দিবস পালন করা হয়। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। কিন্তু এবছর ভারতীয় সেনার সদর দপ্তর থেকে ১৬ ডিসেম্বরের সেদিনের ছবি সরিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। এর প্রতিবাদ জানিয়ে যুব কংগ্রেস প্রতিবাদ বিক্ষোভে শামিল হয়। তারা বর্তমান কেন্দ্রের শাসক দলের সমালোচনা করেন। যুব কংগ্রেস সভাপতি অভিযোগ করেন, ইন্দিরা গান্ধী ও ভারতীয় সেনার সেদিনকার ইতিহাস মুছে দেওয়ার পরিকল্পনা এটি। এই ন্যাক্কারজনক কাজের ধিক্কার জানান তারা। সংগঠন দাবি জানায় সেই পুরনো ছবি যাতে পুনরায় বসানো হয়।

Related posts

Govt plans to deploy Special Executives as tourist police: CM

রাজ্যের আট জেলায় হবে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে মহড়া

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের এন ডি আর এফ ফান্ড থেকে ডি বি টির মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয়