শিশু শ্রম বন্ধে অভিযানে নেমে রাজধানীতে উদ্ধার দুই কিশোর

আগরতলা : রাজধানীতে জেলাশাসকের টাস্ক ফোর্স-র শিশু শ্রম বিরোধী অভিযান। মঙ্গলবার ফের পশ্চিম জেলাশাসকের টাস্ক ফোর্স আগরতলা শহরে অভিযানে নামে। বিভিন্ন রেস্টুরেন্ট, গ্যারেজ, স্ট্রিট ফুডের দোকানে অভিযান চালায়। শিশু সুরক্ষা কমিশন, শ্রম দপ্তর ও চাইল্ড লাইন-র আধিকারিক সহ সদর মহকুমার ডি সি এম-র নেতৃত্বে পুলিস নিয়ে চলে অভিযান। আগরতলা শহরের বিভিন্ন জায়গায় ১৮ বছরের নিচে থাকা শিশুদের উদ্ধার করে শেল্টার হাউজে নিয়ে যাওয়া হয়। আগরতলা জেল রোড স্থিত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে দুটি শিশুকে শেল্টার হাউজে নিয়ে যাওয়া হহয়েছে এদিন। বুধবার তাদের উপযুক্ত কাগজপত্র নিয়ে তাদের পরিবার লোকজন সংশ্লিষ্ট অফিসে এলে কিশোরদের দেওয়া হবে যাতে তাদের ভবিষ্যৎ উজ্জল হয়। এক আধিকারিক জানান, এধরণের অভিযান তারা চালানোর পাশাপাশি জনগণের কাছে আবেদন রাখেন শিশু শ্রম বন্ধের বিষয়টি যাতে গণআন্দোলনের রূপ দেওয়া হয়।

Related posts

এনসিসির এক ভারত শ্রেষ্ঠ ভারত শিবিরের প্রায় ৫০০ ক্যাডেট অংশ গ্রহণ করে

রাজধানীতে প্রতিবাদ কর্মসূচী ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের

আগরতলায় বিক্ষোভ সভা থেকে কেন্দ্রের সরকারের সমালোচনায় মুখর পবিত্র- মানিকরা