রাজ্যের বাজারে আনুষ্ঠানিকভাবে নিয়ে আসা হল সিনট্যাক্স পিউর প্লাস ট্যাঙ্ক

আগরতলা : রাজ্যের বাজারে আনুষ্ঠানিকভাবে নিয়ে আসা হল সিনট্যাক্স পিউর প্লাস ট্যাঙ্ক। প্রাথমিকভাবে এখন ১ ও ২ হাজার লিটার ট্যাঙ্ক রয়েছে। সিনট্যাক্সের অন্য ট্যাঙ্কের তুলনায় এটি মজবুত। নতুন এই সিনট্যাক্স নিয়ে ডিলার ও বিক্রেতাদের নিয়ে আলোচনা সভা করা হয় আগরতলায়। এতে উপস্থিত ছিলেন ইস্টার্ন রিজনের মার্কেটিং এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্যরা।

ইস্টার্ন রিজনের মার্কেটিং এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, সিনট্যাক্স বহু বছর ধরে ত্রিপুরায় ব্যবসা করছে বেশ সুনামের সঙ্গে।তিনি নতুন এই ট্যাঙ্ক এন্টি ব্যাকটেরিয়া, এন্টি ফাঙ্গাল।এসব আগের ট্যাঙ্কেও রয়েছে। কিন্তু নতুন পিউর প্লাস ট্যাঙ্কটি আরও মজবুত করা হয়েছে। নতুন ট্যাঙ্কের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১৩ টাকা করে।

Related posts

রাজ্যে উডল্যান্ডস হসপিটাল খোলার জন্য বৈঠক রাজ্য সরকারের সঙ্গে

আগরতলা রেলস্টেশনের ১ নং প্লেট ফর্মে থাকা ব্যবসায়ীদের সমস্যার সুরাহা

দিব্যাঙ্গজনদের জন্য সরকার কাজ করছে- মুখ্যমন্ত্রী