আগরতলা সরকারি ডেন্টাল কলেজের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

আগরতলা : রাজ্যে একটি সুপার স্পেসালিটি হাসপাতাল স্থাপনের জন্য একটি সংস্থার সাথে আলোচনা হয়েছে। তাদের জন্য জায়গাও চিহ্নিত করা হয়েছে। তারা ৭০০ কোটি টাকা বিনিয়োগ করে হাসপাতাল স্থাপন করবে। এছারা আরও একটি উন্নত মানের হাসপাতাল স্থাপনের প্রচেষ্টা চলছে। যেখানে সকল ধরনের উন্নত মানের চিকিৎসা পরিষেবার ব্যবস্থা থাকবে।আগরতলা সরকারি ডেন্টাল কলেজের দ্বিতীয় বর্ষপূর্তি-র অনুষ্ঠানে জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। আগরতলা সরকারি ডেন্টাল কলেজের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বুধবার আগরতলা টাউন হলে অনুষ্ঠান করা হয়।উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা,স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাক্তার সঞ্জীব দেববর্মা, আগরতলা সরকারি ডেন্টাল কলেজের অধ্যক্ষ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে আগরতলা সরকারি ডেন্টাল কলেজের বেশ কয়েকজন পড়ুয়াকে পুরস্কার দেওয়া হয় ১০০ শতাংশ কলেজে উপস্থিত থাকার জন্য। আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন,কলেজের পড়ুয়াদের উদ্দেশ্যে বলেন এখনো পর্যন্ত ডেন্টাল কলেজে কোন রেগিং এর সংস্কৃতি যেন ডেন্টাল কলেজে শুরু না হয় সেই দিকে নজর রাখার জন্য বলেন। বর্তমান রাজ্য সরকার রাজ্যে স্বাস্থ্য পরিষেবা উন্নত করার উপর জোর দিয়েছে। আগরতলা সরকারি মেডিক্যাল কেলেজে ইতিমধ্যে দুই জন রোগীর কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। কিডনি প্রতিস্থাপনের জন্য রোগীর পরিবারকে কোন ধরনের টাকা খরচ করতে হয় নি। শুরুতে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে কোন ধরনের ঝুকি নেওয়া হচ্ছে না। পুরো দমে কিডনি প্রতিস্থাপন শুরু হয়ে গেলে ঝুকি নিয়ে কিডনি প্রতিস্থাপন করা হবে। লিভার প্রতিস্থাপনের বিষয়েও সরকারের চিন্তা ভাবনা রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

Related posts

দিব্যাঙ্গজনদের জন্য সরকার কাজ করছে- মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষিকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে হবে—কৃষিমন্ত্রী

পশ্চিম প্রতাপগড়ে নববধূ বরণে রক্তদান শিবির