আগরতলা : দিব্যাঙ্গজনদের জন্য সরকার কাজ করছে। তার পাশাপাশি দিব্যাঙ্গজনদের প্রতি সকলের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত। বুধবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে খেলো ত্রিপুরা প্যারা গেমসের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এবং যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে বুধবার স্বামী বিবেকানন্দ ময়দানে শুরু হলো দিব্যাঙ্গজনদের নিয়ে ‘খেলো ত্রিপুরা প্যারা গেমস। দুই দিন ব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়, স্পেশাল প্যারা অলিম্পিক এর সভাপতি ডক্টর মল্লিকা নাড্ডা, ক্রীড়া দপ্তরের সচিব পি কে চক্রবর্তী সহ অন্যান্যরা।বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দিব্যাঙ্গজনদের জন্য সরকার কাজ করছে। তার পাশাপাশি দিব্যাঙ্গজনদের প্রতি সকলের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত।দিব্যাঙ্গজনরা কোন অংশে অন্যদের থেকে কম নয়। দিব্যাঙ্গজনরা সমাজের জন্য বোঝা এইটা ভাববার অবকাস নেই। দিব্যাঙ্গজনদেরও অধিকার রয়েছে। তাদের অধিকারকে বাস্তবায়িত করা সকলের দায়িত্ব। বিভিন্ন জায়গা থেকে খেলোয়াড়রা এতে অংশ নেন। মোট ১৪ টি ইভেন্টে অনুষ্ঠিত হবে ক্রীড়া প্রতিযোগিতা।