আগরতলা : রাজধানী লাগোয়া নতুননগরে গড়ে উঠবে প্রদেশ বিজেপির কার্যালয়। ২২ ডিসেম্বর হবে ভূমি পূজন।প্রদেশ বিজেপি কার্যালয় নির্মাণ করা হবে বড়জলা বিধানসভা কেন্দ্রের নতুননগর এলাকায়। প্রায় দুই কানি জায়গা জুড়ে নির্মাণ করা হবে বিজেপির রাজ্য কার্যালয়। ইতিমধ্যে জায়গা ক্রয় করে মাটি ফেলে ভরাট করা হয়েছে। ২২ ডিসেম্বর প্রদেশ বিজেপি কার্যালয় নির্মাণের জন্য শিলান্যাস করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেদিনই হবে ভূমি পুজন। ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতির কাজ শুরু হয়ে গেছে। বৃহস্পতিবার প্রস্তুতির কাজ সরজমিনে খতিয়ে দেখেন মন্ত্রী টিঙ্কু রায়, প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলিপ কুমার দাস সহ অন্যান্য নেতৃত্ব। প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলিপ দাস জানান নতুননগরে প্রায় ২ কানি জায়গা ক্রয় করা হয়েছে বিজেপির রাজ্য কার্যালয় নির্মাণের জন্য। ২২ ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য বিজেপি কার্যালয় নির্মাণের জন্য শিলান্যাস করবেন।থাকবেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি সহ অন্যরা। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নির্মাণ করা হবে চার তালা বিশিষ্ট প্রদেশ বিজেপি কার্যালয় বলে জানান দিলিপ বাবু।