টি এম সিতে ফের সফল জটিল অপারেশন

আগরতলা : টি এম সিতে ফের সফল জটিল অপারেশন।৭ মাস বয়সী শিশুর পেটে সফল জটিল অস্ত্রোপচার। টিএমসি হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক অনিরুদ্ধ বসাকের নেতৃত্বে চিকিৎসক দল প্রায় দুই ঘণ্টা সময় লাগিয়ে এই সফল অস্ত্রোপচার করে। টিএমসি হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার অনিরুদ্ধ বসাক জানান ৬ মাস বয়সে শিশুটিকে উনার কাছে নিয়ে আসা হয়। তখন তিনি পরীক্ষা করে শিশুর মা-বাবাকে জানিয়েছেন শিশুটির পেটে বড় আকারের একটি টিউমার রয়েছে। তাই শিশুর পেটে অস্ত্রোপচার করতে হবে। কিন্তু শিশুটির মা-বাবা শিশুটিকে বহিঃরাজ্যে নিয়ে চলে যায়। সেখান থেকে চিকিৎসকের পরামর্শ নিয়ে তারা রাজ্যে ফিরে আসে। সম্প্রতি বাড়িতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে মা-বাবা শিশুটিকে পুনঃরায় উনার কাছে নিয়ে আসে। পরীক্ষা নিরীক্ষার পর তিনি দেখতে পান শিশুটির পেটে থাকা টিউমার অনেক বড় হয়ে গেছে। টিউমারটি কিডনি-র উপর চাপ দিয়ে রয়েছে। এই অবস্থায় অস্ত্রোপচার করা ছাড়া আর কোন উপায় ছিল না। তড়িঘড়ি শিশুটির পেটে দুই ঘণ্টা সময় লাগিয়ে অস্ত্রোপচার করে টিউমারটি বের করা হয়। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে। দুই এক দিনের মধ্যে শিশুটিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি।অপারেশন সফল হওয়ায় খুশি শিশুর মা-বাবা।

Related posts

৪৩তম আগরতলা বইমেলায় শতরূপা প্রকাশনীর আটটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন

রাজধানীর নজরুল কলাক্ষেত্রে একদিবসিয় সম্মেলন এিপুরা এগ্রিকালচার গ্র্যাজুয়েট এসোসিয়েশনের

ত্রিপুরা ভেটেরিনারী ডক্টরস্ এসোসিয়েশনের সাধারণ সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস