সিপিএম রাজ্য দপ্তরে শ্রদ্ধা জেভি স্তালিনকে

আগরতলা : প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় স্তালিনের জন্মদিন। সিপিএম-র তরফে এদিনটি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি।সোভিয়েত সমাজতন্ত্র রক্ষার ফ্যাসীবাদ বিরোধী যুদ্ধে বিজয়ের মহানায়ক জেভি স্তালিনকে শ্রদ্ধার সাথে স্মরণ করল সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটি।শনিবার জেভি স্তালিনের ১৪৭ তম জন্মদিন উদযাপন করা হয়। মেলারমাঠস্থিত সিপিআইএম রাজ্য দপ্তরে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক, অমল চক্রবর্তী, তপন দাস সহ অন্যান্যরা। উপস্থিত সকলে স্তালিনের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জানান শনিবার কমরেড জে.ভি স্তালিনের ১৪৭ তম জন্মদিন। তৃতীয় বিশ্ব যুদ্ধের মহানায়ক হিসাবে পরিচিত জে.ভি স্তালিন। বিশ্ব ত্রাস হিটলারকে পরাজিত করে সমগ্র পৃথিবীর মানব জাতিকে বাচিয়েছেন জেভি স্তালিন। ১৯২৪ সাল থেকে ১৯৫৩ সাল পর্যন্ত তিনি সোভিয়েত ইউনিয়নকে শক্তিশালী দেশ হিসাবে পরিণত করার জন্য উল্লেখ যোগ্য ভুমিকা পালন করেছেন। এদিকে এদিন রাজ্যের বিভিন্ন জায়গায় স্তালিনকে শ্রদ্ধা জানানো হয়।

Related posts

তিপ্রাসাদের বিভিন্ন দাবির মীমাংসা হতে পারে দুই- তিন মাসের মধ্যে—প্রদ্যোত

উত্তর-পূর্ব উন্নয়ন পর্ষদের ৭২ তম প্লেনারি বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

২৪ তম রাজ্য সম্মেলন নিয়ে সিপিআইএম প্রস্তুতি সভা