৭২ তম উত্তর-পূর্বাঞ্চল পর্ষদের প্ল্যানারি অধিবেশন হয় আগরতলায়

আগরতলা : ৭২ তম উত্তর-পূর্বাঞ্চল পর্ষদের প্ল্যানারি অধিবেশন হয় আগরতলায়। শনিবার প্রজ্ঞা ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র পৌরহিত্যে শুরু হয় বৈঠক। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য মাধবরাও সিন্ধিয়া, ডোনার মন্ত্রকের প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার সহ সিকিম, অরুনাচল প্রদেশ, মনিপুর, মেঘালয়, আসাম, নাগাল্যান্ড, ত্রিপুরা ও মিজোরামের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী সহ প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত রয়েছেন। প্রজ্ঞা ভবনে এদিন এক এক করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য মাধবরাও সিন্ধিয়া, ডোনার মন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সহ বিভিন্ন রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী সহ প্রতিনিধিদের স্বাগত জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পরে প্রজ্ঞা ভবনে উত্তর-পূর্ব উন্নয়ন পর্ষদের ৭২ তম প্লেনারি বৈঠকের সুচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের এক বছরের কাজকর্ম সহ বিভিন্ন বিষয় আলোচনায় উঠে এসেছে।

Related posts

বাজেটের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী- কেন্দ্রীয় অর্থমন্ত্রীর গুণকীর্তন মুখ্যমন্ত্রীর

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় মেতে উঠতে প্রস্তুত সকলে

রবীন্দ্র ভবনে শুরু হল দুই দিন ব্যাপী নর্থ ইস্ট জাপান ক্যারাভান