আগরতলা : এনইসি বৈঠকের নামে ত্রিপুরায় দলীয় সংগঠন মেরামত করতে এসেছেন অমিত সাহা। কিন্তু কোন কাজ হবে না। শনিবার প্রতিক্রিয়ায় এই মন্তব্য করলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। তিনি বলেন,উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য বহু বছর পূর্বে নর্থ ইস্ট কাউন্সিল তৈরি করা হয়েছিল। কিন্তু বর্তমানে এনইসি-র টাকায় রাজ্যে প্রোমো উৎসব, মেলা, খেলা ইত্যাদি করা হচ্ছে। শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই কথা বললেন বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি আরও বলেন এনইসি-র টাকায় ত্রিপুরা রাজ্যে নেশা মুক্ত কেন্দ্র করা হচ্ছে। বাস্তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে এসেছেন নড়বড়ে সংগঠন ওয়েল্ডিং করে মেরামত করার জন্য। কিন্তু এতে কোন কাজ হবে না। ত্রিপুরা রাজ্যের মানুষ তৈরি হচ্ছেন বলেও দাবি সিপিএম রাজ্য সম্পাদকের।