আগরতলা : তিপ্রাসাদের বিভিন্ন দাবির মীমাংসা হতে পারে দুই- তিন মাসের মধ্যে। শনিবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে এই আশার বাণী শোনালেন তিপ্রা মথার প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মণ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে রাজধানীর প্রজ্ঞাভবনে বৈঠক হয় এডিসি প্রশাসনের।সেখানে অমিত শাহ ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, এ ডি সির কার্যনির্বাহী সদস্য প্রদ্যোত কিশোর দেববর্মণ, বিজয় কুমার রাংখল, স্বরাষ্ট্র সচিব সহ সংশ্লিষ্ট আধিকারিকরা। সেখানে এ ডি সি এলাকার উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পরে সামাজিক মাধ্যমে প্রদ্যোত কিশোর দেববর্মণ বলেন, ইতিবাচক আলোচনা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন আগামী দুই-তিন মাসের মধ্যে তিপ্রাসাদের রাজনৈতিক, জমির অধিকার, আর্থ সামাজিক সহ সাংবিধানিক সমাধান হতে পারে। ইতি মধ্যে তিন দফায় বৈঠক হয়েছে। জানুয়ারি মাসের মাঝামাঝি ফের বৈঠক হবে। এদিন তিনি অভিযোগ করেন বহু বছর ধরে তিপ্রাসারা নিজেদের অধিকার থেকে বঞ্চিত হয়ে আছে। প্রদ্যোত কিশোর দেববর্মণ এদিন বড়দিন ও ইংরেজি নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়েছেন সকলকে।
তিপ্রাসাদের বিভিন্ন দাবির মীমাংসা হতে পারে দুই- তিন মাসের মধ্যে—প্রদ্যোত
17