২০২৫ সালের মাধ্যমিক ২৫ ও দ্বাদশ পরীক্ষা ২৪ ফেব্রুয়ারি শুরু হবে

আগরতলা : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত আগামী বছরের মাধ্যমিক ও দ্বাদশের পরীক্ষা সূচী ঘোষণা করলেন পর্ষদ সভাপতি। এবছর পরীক্ষা এগিয়ে এনেছে পর্ষদ। আগামী ২৪ ফেব্রুয়ারি দ্বাদশ এবং মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। প্রথম দিন হবে ইংরেজি বিষয়ের পরীক্ষা। মাধ্যমিক স্তরের আলিম পরীক্ষা শুরু হবে আগামী ২৫ ফেব্রুয়ারি । পরীক্ষা শেষ হবে ১৮ মার্চ। সোমবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এবিষয়ে জানান পর্ষদের সভাপতি ড. ধনঞ্জয় গণ চৌধুরী। তিনি জানান উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে উচ্চমাধ্যমিকের পরীক্ষা শুরু হয়ে ২২ মার্চ শেষ হবে। একই সাথে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ভোকেশনাল পরীক্ষা হবে। দ্বাদশের ফাজিল পরীক্ষা শুরু হবে ২৪ ফেব্রুয়ারি থেকে। ১৭ মার্চ শেষ হবে দ্বাদশের ফাজিল পরীক্ষা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পর্ষদ সচিব দুলাল দেও।

Related posts

কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানাল আমরা বাঙালী

চুরি যাওয়া সামগ্রী সহ দুই চোরকে জালে তুলল পুলিস

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছেন সকলে