আগরতলা : রাজ্যের সর্বত্র সোমবারেও বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে আট থেকে আশি সকলে। এদিন স্ক্লাএই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাড়ি ঘরে পূজিত হন বিদ্যার দেবী সরস্বতী।রবিবার বেশকিছু বাড়ি ঘর সহ স্কুল কলেজের পড়ুয়ারা বাগ দেবীর আরাধনায় ব্রতী হয়। তবে অধিকাংশ স্কুল-কলেজে সোমবার পুজিত হন দেবী সরস্বতী। আগরতলার নেতাজি সুভাষ বিদ্যানিকেতন, তুলসীবতী বালিকা বিদ্যালয়, শিশু বিহার স্কুল সহ বিভিন্ন বিদ্যালয়ে সোমবার সকাল থেকে বাগদেবীর আরাধনা করা হয়। সকাল থেকেই ছাত্র-ছাত্রীদের ব্যাপক ব্যস্ততা পরিলক্ষিত হয়। সকাল বেলা তারা স্নান করে নতুন জামা কাপড় পরিধান করে নিজ নিজ বিদ্যালয়ে উপস্থিত হয়। সেখানে পূজায় অংশ নিয়ে তারা অঞ্জলি নেয়। ছাত্র-ছাত্রীদের কাছে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিদ্যার দেবী হিসাবে পরিচিত দেবী সরস্বতী। তাই সরস্বতী পুজায় জন্য একটি বছর অপেক্ষা করে থাকে ছাত্র-ছাত্রীরা। এদিন থাকে না সারা বছরের মতো লেখাপড়ার ছাপ। তাই অনাবিল আনন্দে মেতে উঠেন তারা।
বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছেন সকলে
41