চুরি যাওয়া সামগ্রী সহ দুই চোরকে জালে তুলল পুলিস

আগরতলা : চোরের উৎপাত বাড়ছে। মাঝে মধ্যে ধরাও পড়ছে চোর। উদ্ধার হচ্ছে চুরি যাওয়া সামগ্রী। এবার চুরি যাওয়া সামগ্রী সহ দুই চোরকে গ্রেপ্তার করল লেম্বুছড়া ফাঁড়ির পুলিশ। লেম্বুছড়া ফাঁড়ির অধীন কৃষি দপ্তরের ফুল বাগানের বাউন্ডারি নির্মাণের কাজ চলছে। সেই নির্মাণ কাজের সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে লেম্বুছড়া ফাঁড়িতে অভিযোগ জানানো হয়। ঘটনার তদন্তে নেমে লেম্বুছড়া ফাঁড়ির পুলিশ সন্দেহভাজন দুইজনকে নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে। থানায় জিজ্ঞাসাবাদের পর ধৃতরা স্বীকার করে এই চুরির ঘটনার সাথে তারা যুক্ত ছিল। তাদের স্বীকারোক্তি মূলে চুরি যাওয়া মাল গুলি একটি বাঁশঝাড়ের নিচ থেকে উদ্ধার করা হয়। ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা নিয়েছে পুলিস। উদ্ধার হওয়া চুরি যাওয়া সামগ্রীগুলির বাজারমূল্য আনুমানিক ৭০ হাজার টাকা হবে। ধৃতরা হল সুভাষ দেববর্মা ও অর্জুন দেববর্মা।পুলিস ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এর সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা?

Related posts

কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানাল আমরা বাঙালী

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছেন সকলে

বাজেটের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী- কেন্দ্রীয় অর্থমন্ত্রীর গুণকীর্তন মুখ্যমন্ত্রীর