কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানাল আমরা বাঙালী

আগরতলা : কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের পেশ করা বাজেটের বিরোধিতায় আমরা বাঙালী ত্রিপুরা রাজ্য কমিটি। সোমবার এই বাজেটের প্রতিবাদ জানিয়ে সাংবাদিক সম্মেলন করেন দলের রাজ্য নেতৃত্ব।এই বাজেটে মধ্যবিত্তদের কর কাঠামোয় কিছু সরলীকরণ, কিছু ছাড়, ৩৬ টির মতো জীবনদায়ী ওষুধের শুল্ক ছাড় বাদে দেশের বৃহত্তম জনগোষ্ঠী শ্রমিক, কৃষক, বেকারদের সমস্যা সমাধানে কোন দিশাই নেই। তাই আমরা বাঙালি দলের পক্ষ থেকে প্রস্তাবিত বাজেটে জনস্বার্থের অনুকূলে সংস্কার সাধনের দাবি জানানো হয়। সোমবার রাজধানীর শিবনগরস্থিত আমরা বাঙালির রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই দাবি জানান দলের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্র পাল। একই সাথে তিনি অর্থ কমিশনের উদ্দেশ্যে কিছু দাবিও উত্থাপন করেন। উল্লেখ্য ১ ফেব্রুয়ারি সংসদে ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এই বাজেটের বিরোধিতা ইতিমধ্যে করেছে সবকটি রাজনৈতিক দল।

 

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল