লেক চৌমুহনী বাজার এলাকায় বেআইনি কার্যকলাপ বন্ধে ব্যবস্থা নেওয়া হবে- মেয়র

আগরতলা : রাজধানীর লেক চৌমুহনী বাজারের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। মঙ্গলবার দুপুরে রাজধানীর লেক চৌমুহনী বাজার পরিদর্শনে যান মেয়। সঙ্গে ছিলেন পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, বাজার কমিটির কর্মকর্তা সহ অন্যান্যরা। মেয়র দীপক মজুমদার এদিন লেক চৌমুহনী বাজারের ব্যবসায়ীদের নিয়ে সভা করেন। সভায় আলোচনা করতে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন কিভাবে লেক চৌমুহনী বাজারের উন্নত করা যায় সেদিকে গুরুত্ব দেওয়া হবে। মেয়র এদিন উদ্বেগ প্রকাশ করে বলেন, যারা বাজার কমিটি পরিচালনা করছেন তাদের বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ রয়েছে। এই বাজারের একটি ঐতিহ্য রয়েছে। কিন্তু কিছুদিন ধরে এই বাজারে বেআইনি কার্যকলাপ এবং নেশার আখড়া চলছে। যারা বেআইনি কার্যকলাপে জড়িত তাদের বিরুদ্ধে আগামীদিনে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বিভিন্ন সমস্যা কিভাবে নিরসন করা যায় সেই বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন মেয়র।

Related posts

Govt committed to promote art, culture, literature: CM

পাট্টা প্রাপক কৃষকরাও প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন—কৃষিমন্ত্রী

কলা, সংস্কৃতি ও সাহিত্যের প্রচার ও প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী