ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিবের হাত ধরে উদ্বোধন হল কাজল স্মৃতি ফুটবল আসরের

আগরতলা : ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিবের হাত ধরে উদ্বোধন হল কাজল স্মৃতি ফুটবল আসরের। উদ্বোধনী দিনেই হয় দুটি ম্যাচ। রাজধানীর উমাকান্ত মিনি স্টেডিয়ামের সিন্থেটিক টার্ফে হয় উদ্বোধনী পর্ব। উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার জয়রাম অধিকারী, টি এফ এ সচিব অমিত চৌধুরী সহ অন্যরা। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ত্রিপুরা স্পোর্টস স্কুল ও আস্তাবল কোচিং সেন্টার।এই ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল ৪-০ গোলের ব্যবধানে হারিয়ে দেয় আস্তাবল কোচিং সেন্টারকে। স্পোর্টস স্কুলের পক্ষে জোড়া গোল করেন বিষ্ণু জমাতিয়া। একটি করে গোল করেন অঙ্কুর দাস ও জরা জমাতিয়া। এদিন দ্বিতীয় ম্যাচে স্বামী বিবেকানন্দ ক্লাব মুখোমুখি হয় কাতলামারা হাই স্কুলের।।এই ম্যাচে কাতলামারা হাই স্কুল ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে দিলো স্বামী বিবেকানন্দ ক্লাবকে। বিজয়ী দলের পক্ষে প্রীতেশ দেববর্মা হ্যাট্রিক করে। স্বামী বিবেকানন্দ ক্লাবের পক্ষে একমাত্র গোলটি করে স্যামসন। দুই ম্যাচ ঘিরে ফুটবল প্রেমীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।

Related posts

চারতলা ফ্ল্যাট থেকে ঝাঁপ দিয়ে মহিলার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য

২৯ জানুয়ারি উদ্বোধন হবে শিল্প ও বাণিজ্য মেলার

২৪ জানুয়ারি রক্তদান শিবির করা হবে অল ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের তরফে