কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেটকে জুমলা বলে কটাক্ষ কংগ্রেস মুখপাত্রের

আগরতলা: কেন্দ্রীয় বাজেটের বিরোধিতায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বাজেটের সমালোচনা করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মুখপাত্র। তিনি বলেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পেশ করা বাজেটের প্রতিটি ক্ষেত্রে লক্ষ্য করা গেছে শুভঙ্করের ফাঁকি। কেন্দ্রের বাজেট অনেকটা বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতির মতো হয়ে গেছে। এটাও একটা অনেকটা জুমলা হয়ে গেছে। মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করেন মুখপাত্র প্রবীর চক্রবর্তী। সঙ্গে ছিলেন দলের সহ সভাপতি শান্তি রঞ্জন দেবনাথ। মুখপাত্র এদিন বাজেটের বিরোধিতা করে অভিযোগ করেন, দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ। টাকার দাম ডলারের তুলনায় অনেক কমে গেছে।কৃষি, শিক্ষা, স্বাস্থ্য গ্রাম উন্নয়ন, মহিলা, শিশু সুরক্ষা সহ সকল ক্ষেত্রে বরাদ্দ অর্থ গত বাজেটের চেয়েও কমিয়ে দেওয়া হয়েছে। প্রবীর বাবু বাজেটের বিরোধিতা করে আরও বলেন, শিক্ষা, এস সি , এস টি কল্যাণের ব্যয় বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, মোদী- অমিত শাহ-রা নির্বাচনী প্রতিশ্রুতি যেমন নিজেরাই বলেন জুমলা ঠিক বাজেটও অনেকটা একই রকম। প্রবীর বাবু আরও অভিযোগ করেন বাজেটে সরকারের কোন ডায় থাকছে না। চলতি মাসের ১ তারিখ সংসদে ২০২৫-২৬ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র