৭ ফেব্রুয়ারি শুরু হবে আগরতলায় বিজনেস কনক্লেভ

আগরতলা : সুযোগের গন্তব্য ত্রিপুরা-এই ভাবনায় আগরতলায় হতে যাচ্ছে বিজনেস কনক্লেভ-২০২৫।দুইদিন ব্যাপী কনক্লেভ হবে রাজধানীর একটি বেসরকারি হোটেলে। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই বিজনেস কনক্লেভ। বৃহস্পতিবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা।বিজনেস কনক্লেভের মূল লক্ষ্য উত্তর-পূর্ব ভারতে বিনিয়োগের মূল গন্তব্য হিসেবে ত্রিপুরার অপার সম্ভাবনা প্রদর্শন করা। শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা জানান প্রাকৃতিক সম্পদে ভরপুর ত্রিপুরা অভুতপূর্ব বৃদ্ধির দাঁড় প্রান্তে এসে দাঁড়িয়েছে। কর্মসংস্থানকে উৎসাহিত করে, জীবন যাত্রার মান উন্নত করে এবং সবার জন্য উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে রাজ্য সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সান্তনা চাকমা আরও জানান ৭ ফেব্রুয়ারি ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি ত্রিপুরা সরকারের স্কিল ডেভেলপমেন্ট অধিদপ্তরের উদ্যোগে “স্কিল-উদয় তংনাই” কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী।পরিকাঠামো উন্নয়ন করছে এবং সংযোগ বাড়ানোর জন্য হীরা প্লাস এর মতো উদ্ভাবনী মডেল গ্রহণ করছে। বিজনেস কনক্লেভ-২০২৫ এ বিনিয়োগকারী, এন্টারপ্রেনার এবং সরকারি কর্মকর্তাদের একত্রিত হতে রাজ্যের সম্ভাবনা প্রদর্শন করতে এবং বৃদ্ধি ও সহযোগিতার সুযোগ গুলি অন্বেষণ করার জন্য একটি প্লাটফর্ম হিসেবে কাজ করবে। ৮ ফেব্রুয়ারি কমক্লেভের মূল অনুষ্ঠান উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সান্তনা চাকমা জানান বিজনেস কনক্লেভে শতাধিক শিল্পপতি অংশগ্রহণ করবে। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সান্তনা চাকমা ছাড়াও উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে সহ অন্যান্য আধিকারিকরা। এদিন মন্ত্রী আর জানান এটি একটি ব্যতিক্রমী দক্ষতা উন্নয়নের কর্মসূচি। যা রাজ্যের ৮০ হাজার ছাত্র-ছাত্রীর ক্ষমতায়ন, কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে চালু করা হবে।

Related posts

Govt committed to promote art, culture, literature: CM

পাট্টা প্রাপক কৃষকরাও প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন—কৃষিমন্ত্রী

কলা, সংস্কৃতি ও সাহিত্যের প্রচার ও প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী