রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে সফল জটিল অপারেশন জিবি হাসপাতালে

আগরতলা : রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে ৮ মাসের শিশুর সফল জটিল অপারেশন।বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে একথা জানান জিবি হাসপাতালের ইএনটি বিভাগের প্রধান ডাঃ বিপ্লব নাথ।সাংবাদিক সম্মেলনে তিনি জানান শিশুটির নাম উজনী চাকমা। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে ছিলেন জিবি হাসপাতালের এমএস শঙ্কর চক্রবর্তী সহ অন্যান্যরা। শিশুটির বাড়ি নতুনবাজার লেবাইছড়া এলাকায়। শিশুটিকে প্রথমে শ্বাসকষ্ট জনিত সমস্যার কারনে উদয়পুরের গোমতী জেলা হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন। তারপর শিশুটির অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক ৬ আগস্ট শিশুটিকে রেফার করে দেন জিবি হাসপাতালে। যদিও হাসপাতালে আনার পর শিশুটিকে অক্সিজেন দিয়ে প্রথম অবস্থায় রাখা হয়। তারপর শিশুটির বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় তার শ্বাসনালীতে এক সেন্টিমিটারের চেয়েও ছোট কোন কিছু একটা আটকে রয়েছে। তারপর ৭ আগস্ট শিশুটির জটিল অস্ত্রোপ্রচার করা হয়। জানা গেছে বর্তমানে শিশুটির অবস্থা স্থিতিশীল রয়েছে।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র