পাঁচ বাম দল বাজেটের বিরোধিতায় রাস্তায় নামছে

আগরতলা : বাজেটকে সামনে রেখে রাস্তায় নেমে পড়লো বামফ্রন্ট। এতদিন আলাদা আলাদাভাবে এবারের কেন্দ্রীয় বাজেটের বিরোধিতা করে বাম দলগুলো রাস্তায় ছিল প্রতিদিনই প্রায় মিছিল মিটিং করছিলেন এবার একসাথে বামফ্রন্ট রাস্তায় নামার সিদ্ধান্ত নিল। প্রথমেই আগামী ১৪ই ফেব্রুয়ারি শুক্রবার বিকেল তিনটায় শকুন্তলা রোডে দুঘন্টার গণঅবস্থানের মাধ্যমে এই বাজেট বিরোধী আন্দোলনে নেমে মানুষের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল বামফ্রন্ট।আজ দশরথ দেব ভবনে এক সাংবাদিক সন্মেলনে এই ঘোষণা দিয়ে রাজ্য বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর বলেন এই আর্থিক বছরের বাজেট প্রস্তাব সাধারণ মানুষের জন্য নয়, কর্পোরেটের জন্য । সাধারণ মানুষকে তীব্র সমস্যার দিকে ঠেলে দেয়া হয়েছে তিনি অভিযোগ করেন। তিনি বলেন প্রধানমন্ত্রী ধনধান্য যোজনার ঘোষণা হয়েছে কিন্তু বরাদ্দ নেই। প্রধানমন্ত্রী ফসল বীমা থেকে ৩০০০কোটি টাকা, প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনা ১০ হাজার কোটি টাকা কমিয়ে দেওয়া হয়েছে।এই রকম নানা জন-বিরোধিতার কথা বলে নারায়ণ কর বলেন এবারের বাজেটে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে খাদ্য সুরক্ষা। তিনি বলেন কল্যাণকামী রাষ্ট্রের দায়িত্ব থেকে যে হাত তুলে নিয়েছে সরকার,এই বাজেটে তা স্পষ্ট করেছে। তিনি বাজেট যে হাস্যকর সেটা প্রমাণ হয় যখন সংসদের আলোচনা থেকে নিজেকে দূরে সড়িয়ে ফ্রান্সে সভায় কৃত্রিম বুদ্ধিমত্তা শিখছেন। বামফ্রন্টের নেতৃত্ব শুক্রবারের গণ অবস্থানে সবাইকে যোগ দিতে আহ্বান জানিয়েছেন।

Related posts

সমাপ্ত হল এনসিসি ১৩ ত্রিপুরা বাহিনীর উদ্যোগে আয়োজিত ১০ দিন ব্যাপী কম্বাইন্ড প্রশিক্ষণ শিবির

অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে এস.ডি.পি.ও আমতলির নিকট ডেপুটেশান প্রদান করল ভারতীয় মজদুর মনিটরিং সেল

North Tripura to benefit from new agricultural schemes: CM