চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই বুমরাহ, তার জায়গায় নতুন দু’জনের নাম ঘোষণা

Photo 1739302468346

আগরতলা : সত্যি হল আশঙ্কা। চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন জসপ্রীত বুমরাহ। তাঁর বদলে ভারতীয় দলে এলেন হর্ষিত রানা। যশস্বী জয়সওয়ালের বদলে দলে নেওয়া হয়েছে বরুণ চক্রবর্তীকে। বাকি দল অপরিবর্তিত রয়েছে। মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ড চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছে।

 

 

অতিরিক্ত হিসাবে রয়েছেন তিন ক্রিকেটার। যশস্বী জয়সওয়াল, মহম্মদ সিরাজ এবং শিবম দুবে। তাঁরা দলের সঙ্গে দুবাই যাবেন না। প্রয়োজন হলে তাঁদের পাঠানো হবে।

 

অস্ট্রেলিয়া সফরে সিডনি টেস্টে চোট পেয়েছিলেন বুমরাহ। সেই ম্যাচে দ্বিতীয় দিন মধ্যাহ্নভোজের পর আর বল করতে পারেননি। মাঠ থেকেই তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়। তখন থেকেই মাঠের বাইরে বুমরাহ। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তাঁর চিকিৎসা চলছে। বুমরাহের চোট গুরুতর না হলেও খেলার মতো অবস্থায় নেই। দু’ বছর আগে বুমরাহের পিঠের যে জায়গায় অস্ত্রোপচার হয়ছিল সেই জায়গায়তেই নতুন করে সমস্যা দেখা দিয়েছে। পিঠের এই চোটের জন্যই ২০২২ সালের টি-২০ বিশ্বকাপ খেলতে পারেননি বুমরাহ।

 

বুমরাহকে নিয়ে অনিশ্চিয়তা তৈরি হওয়ায় ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের ক্রিজ়ে খেলানো হয়েছে হর্ষিতকে। তখনই মনে করা হয়েছিল শেষ পর্যন্ত বুমরাহকে না পাওয়া গেলে পরিবর্ত হিসাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাবেন হর্ষিত। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ়ে ভাল পারফরম্যান্স করার পর ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর এক দিনের দলে ডেকে নিয়েছিলেন বরুণকে। সেই মতো কলকাতা নাইট রাইডার্সের স্পিনারও জায়গা করে নিলেন ভারতীয় দলে। বাদ পড়তে হল এখনও পর্যন্ত মাত্র একটি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ খেলা যশস্বীকে। অর্থাৎ টপ অর্ডার ব্যাটারের পরিবর্তে স্পিনারকে নেওয়া হল ১৫ জনের দলে।

 

পাঁচ জন স্পিনার নিয়ে ডুবাইয়ে যাচ্ছে ভারতীয় দল। বরুণ ছাড়াও রয়েছেন রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর এবং কুলদীপ যাদব। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জোরে বোলিংয়ের আক্রোমণে দায়িত্বে থাকবেন মহম্মদ শামি, অর্শদীপ সিংহ, হার্দিক পাণ্ড্য এবং হর্ষিত। দলের ভারসাম্য রক্ষার জন্য রয়েছেন চার জন অল রাউন্ডার। হার্দিক, জাডেজা, অক্ষর এবং ওয়াশিংটন। দলের ব্যাটিং গভীরতা বাড়ানোর জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে অক্ষরকে পাঁচ নম্বরে পাঠাতেন গম্ভীর। নতুন দায়িত্ব এখনও পর্যন্ত সাফল্যের সঙ্গেই সামলেছেন অক্ষর।

 

উইকেটরক্ষক হিসাবে দলে রয়েছেন লোকেশ রাহুল এবং ঋষভ পন্থ। প্রথম উইকেটরক্ষক হিসাবে বিবেচনা করা হচ্ছে রাহুলকে। গত এক দিনের বিশ্বকাপে ব্যাটিং লাইন আপ ধরে রাখার পরিকল্পনা রয়েছে ভারতের। বিশেষজ্ঞ ব্যাটার হিসাবে দলে আছেন রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ারেরা।

 

১৫ জনের দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), শ্রেয়স আয়ার, বিরাট কোহলি, কেএল রাহুল (উইকেটরক্ষক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ড্য, ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ শামি, অর্শদীপ সিংহ, রবীন্দ্র জাডেজা এবং বরুণ চক্রবর্তী।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র