প্রধানমন্ত্রী হীরা মডেল দিয়েছেন ত্রিপুরাকে—মুখ্যমন্ত্রী

আগরতলা : টাটা গোষ্ঠীর সঙ্গে রাজ্য সরকারের কথাবার্তা হয়ে গেছে। এখন শুধু মৌ স্বাক্ষর বাকি রয়েছে। রাজ্যে টাটা গ্রুপ হেরিটেজ পাঁচতারা হোটেল খুলবে। এই হোটেল হলে আগামী দিনে গেম চ্যাঞ্জার হবে ত্রিপুরার জন্য। বুধবার জিরানিয়ায় একটি প্রকল্পের উদ্বোধন ও ৫ টি প্রকল্পের ভার্চুয়াল শিলান্যাস অনুষ্ঠানে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বুধবার জিরানিয়া মোটরস্ট্যান্ড প্রাঙ্গণে হয় পরিবহণ দপ্তরের তরফে অনুষ্ঠান। এদিন মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেন খোয়াই পুরান বাজারে সুসংহত পার্কিং কমপ্লেক্স-র। এছাড়াও শিলান্যাস করেন জিরানিয়া,জোলাইবাড়ি ও মেলাঘর মোটর স্ট্যান্ড ও দক্ষিন, খোয়াই জেলা পরিবহণ দপ্তরের অফিসের। সঙ্গে ছিলেন দপ্তরের মন্ত্রী সহ অন্যরা। অনুষ্ঠানে এলাকার লোকজনের অংশ গ্রহণ ছিল ভাল।অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন,টাটা গোষ্ঠীর সঙ্গে রাজ্য সরকারের কথাবার্তা হয়ে গেছে। এখন শুধু মৌ স্বাক্ষর বাকি রয়েছে। রাজ্যে টাটা গ্রুপ হেরিটেজ পাঁচতারা হোটেল খুলবে। এই হোটেল হলে আগামী দিনে গেম চ্যাঞ্জার হবে ত্রিপুরার জন্য। তিনি বাম আমলের সমালোচনা করে বলেন, আগে শোনা যেত শুধু কেন্দ্র দিচ্ছে না। এখন কাজের পরিপ্রেক্ষিতে আমরা মানুষের কাছে যাচ্ছি। তিনি বলেন, প্রধানমন্ত্রী হীরা মডেল দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, মা- বোনদের আর্থ সামাজিক উন্নয়নের জন্য কেন্দ্র ও রাজ্য সরকার কাজ করছে। তিনি এদিন বলেন ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করা হয়েছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ছাড়াও পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী, স্থানীয় জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা।

Related posts

Centre approves Rs 288.93 Crore flood relief for Tripura

Tripura CM meets Union Ministers Dharmendra Pradhan, Ashwini Vaishnaw

রহস্যজনক মৃত্যু শিবনগরে ভাড়াঘরে কলেজ পড়ুয়ার