আগরতলা : মাসব্যাপী প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কর্মসূচী শেষ হল বৃহস্পতিবার। মাস ব্যাপী পশুপালন এবং পশু কল্যাণ সচেতনতা কর্মসূচী ১৪ জানুয়ারি থেকে শুরু হয়ে চলে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। বৃহস্পতিবার সমাপ্তি দিনে এই শিবিরের আয়োজন করা হয় রাজধানীতে। এদিন অভয়নগর রাজ্যিক প্রাণী চিকিৎসালয় ও পলি ক্লিনিকে হয় সচেতনতা শিবির। এতে অ্যান্টি রেবিস টিকা, রাস্তার কুকুরদের এবিসি প্রোগ্রাম, এ ডব্লিউ অ্যাক্ট সম্পর্কে সচেতনতা শিবির করা হয়। শিবিরে প্রায় ৩০ টি কুকুরের বন্ধ্যাত্বকরণ করা হয়। দপ্তরের এক আধিকারিক জানান, সারা দেশে প্রাণী সচেতনতা মাস চলে। এদিন শিবিরে পশুদের বিভিন্ন টিকা দেওয়া হয়। তিনি বলেন, প্রানিদের প্রতি মানুষের ভালোবাসা বাড়ছে। তাই সকলকে জাগ্রত করতে এবং প্রাণী কল্যাণে সবাইকে কাজ করার আহ্বান জানান।
অ্যান্টি রেবিস টিকা, রাস্তার কুকুরদের এবিসি প্রোগ্রাম, এ ডব্লিউ অ্যাক্ট সম্পর্কে সচেতনতা শিবির
25