বহিঃরাজ্যে চিকিৎসা করাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু পশ্চিম জিলা পরিষদের সভাধিপতির

আগরতলা : স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে বহিঃরাজ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরা দেশে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী। বুধবার গভীর রাতে চেন্নাই-র অ্যাপেলো হাসপাতালে প্রয়াত হন তিনি। জানা যায় তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য চেন্নাই যান। চেন্নাই যাওয়ার পর তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য অ্যাপেলো হাসপাতালে ভর্তি হন। বুধবার বলাই গোস্বামী অ্যাপেলো হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হন এবং সেখানে গভীর রাতে প্রয়াত হন। পশ্চিম জিলা সভাধিপতির মৃত্যুর খবর রাজ্যে পৌঁছানোর পর শোকের ছায়া নেমে আসে রাজনৈতিক মহলে। বলাই গোস্বামীর অকাল প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, সাংসদ বিপ্লব কুমার দেব, সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব।প্রয়াত বলাই গোস্বামী ছিলেন একদা কংগ্রেসে। কয়েক বছর আগে কংগ্রেসের সঙ্গে দীর্ঘ রাজনৈতিক জীবন ত্যাগ করে বিজেপিতে শামিল হয়েছিলেন। শাসক দলের গুরুত্বপূর্ণ কাজও দেখভাল করতেন।

Related posts

Govt committed to promote art, culture, literature: CM

পাট্টা প্রাপক কৃষকরাও প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন—কৃষিমন্ত্রী

কলা, সংস্কৃতি ও সাহিত্যের প্রচার ও প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী