কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ক্যাম্প অফিসে চুরির ঘটনায় গ্রেপ্তার ৬

আগরতলা : কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ক্যাম্প অফিসে চোরের থাবা। একেবারে জানালা-দরজা খুলে নিয়ে যায় চোরের দল দুঃসাহস দেখিয়ে। ঘটনার তদন্তে নেমে এন সি সি থানার পুলিস ৬ চোরকে গ্রেপ্তার করে। উদ্ধার করে চুরি যাওয়া সামগ্রী।শ্যামলীবাজার সিবিআই ক্যাম্প অফিসে থাবা বসিয়েছিল চোরেরা।বৃহস্পতিবার এসডিপিও এনসিসি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধার করা হয় চুরি যাওয়া সামগ্রী গুলি।১১ ফেব্রুয়ারি সিবিআই-র ইন্সপেক্টর এনসিসি থানায় অভিযোগ দায়ের করেন শ্যামলীবাজারস্থিত সিবিআই-র ক্যাম্প অফিসে চুরির ঘটনার। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে সিবিআই আধিকারিকরা এই ক্যাম্প অফিসটি বন্ধ করে যান। ১১ ফেব্রুয়ারি পুনঃরায় সিবিআই-র আধিকারিকরা ক্যাম্প অফিসে গিয়ে দেখতে পান তাদের অফিসের স্টিলের আলমিরা, চেয়ার, টেবিল এসব চুরি হয়েছে। সিবিআই-র অভিযোগের ভিত্তিতে এনসিসি থানার পুলিশ তদন্তে নামে। পুলিশ তদন্তে নেমে বিপ্লব দেববর্মা ও রাজু ভৌমিক নামে দুই জনকে গ্রেপ্তার করে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে ৮ টি স্টিলের আলমিরা, ৭ টি দরজা, ৪ টি জানেলা, একটি গিজার ও ৪ টি চেয়ার উদ্ধার করা হয়। পাশাপাশি আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।একথা জানান এনসিসির এসডিপিও।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল