কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ক্যাম্প অফিসে চুরির ঘটনায় গ্রেপ্তার ৬

আগরতলা : কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ক্যাম্প অফিসে চোরের থাবা। একেবারে জানালা-দরজা খুলে নিয়ে যায় চোরের দল দুঃসাহস দেখিয়ে। ঘটনার তদন্তে নেমে এন সি সি থানার পুলিস ৬ চোরকে গ্রেপ্তার করে। উদ্ধার করে চুরি যাওয়া সামগ্রী।শ্যামলীবাজার সিবিআই ক্যাম্প অফিসে থাবা বসিয়েছিল চোরেরা।বৃহস্পতিবার এসডিপিও এনসিসি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধার করা হয় চুরি যাওয়া সামগ্রী গুলি।১১ ফেব্রুয়ারি সিবিআই-র ইন্সপেক্টর এনসিসি থানায় অভিযোগ দায়ের করেন শ্যামলীবাজারস্থিত সিবিআই-র ক্যাম্প অফিসে চুরির ঘটনার। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে সিবিআই আধিকারিকরা এই ক্যাম্প অফিসটি বন্ধ করে যান। ১১ ফেব্রুয়ারি পুনঃরায় সিবিআই-র আধিকারিকরা ক্যাম্প অফিসে গিয়ে দেখতে পান তাদের অফিসের স্টিলের আলমিরা, চেয়ার, টেবিল এসব চুরি হয়েছে। সিবিআই-র অভিযোগের ভিত্তিতে এনসিসি থানার পুলিশ তদন্তে নামে। পুলিশ তদন্তে নেমে বিপ্লব দেববর্মা ও রাজু ভৌমিক নামে দুই জনকে গ্রেপ্তার করে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে ৮ টি স্টিলের আলমিরা, ৭ টি দরজা, ৪ টি জানেলা, একটি গিজার ও ৪ টি চেয়ার উদ্ধার করা হয়। পাশাপাশি আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।একথা জানান এনসিসির এসডিপিও।

Related posts

মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে আবেদন চাকরিপ্রত্যাশীদের অপেক্ষামান তালিকা প্রকাশের

প্রয়াত প্রাক্তন এম ডি সি নির্মল চন্দ্র দাস

ওয়াকফ সংশোধনী নিয়ে বিরোধীদের প্রতিবাদের সমালোচনায় রাজীব- বিপ্লব