ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি ত্রিপুরা ক্যাম্পাস এবং ন্যাশনাল ল’ ইউনিভার্সিটি-র মধ্যে মৌ স্বাক্ষর

NFSU and NLU Tripura exchanges MoU at Agartala campus 7

আগরতলা : একাডেমিক, গবেষণা সহযোগিতা এবং ছাত্র বিনিময় প্রোগ্রামের জন্য মৌ স্বাক্ষর। শুক্রবার এই মৌ স্বাক্ষর হয় ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি ত্রিপুরা ক্যাম্পাস এবং ন্যাশনাল ল’ ইউনিভার্সিটি, আগরতলার মধ্যে। এদিন এক অনুষ্ঠান হয় ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি, ত্রিপুরা ক্যাম্পাসে। উপস্থিত ছিলেন ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি ত্রিপুরা ক্যাম্পাসের অধিকর্তা এইচ কে প্রতিহারি, ন্যাশনাল ল’ ইউনিভার্সিটি আগরতলার ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর ওয়াই পি সিং সহ অন্যান্যরা। ন্যাশনাল ল’ ইউনিভার্সিটি আগরতলার ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর ওয়াই পি সিং অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বলেন ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি, ত্রিপুরা ক্যাম্পাস এবং ন্যাশনাল ল’ ইউনিভার্সিটি, আগরতলার মধ্যে এইদিন মৌ স্বাক্ষরিত হয়েছে। তিনি বলেন প্রমানের অভাবে অনেক সময় বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হয় না। সন্দেহের মধ্যে থেকে কোন ধরনের বিচার বা রায় দেওয়া যায় না। তাই বিচার প্রক্রিয়ায় ফরেনসিক-র একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।এছাড়াও বিভিন্ন বিষয় উনার আলোচনায় উঠে আসে এদিন।

Related posts

Govt plans to deploy Special Executives as tourist police: CM

রাজ্যের আট জেলায় হবে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে মহড়া

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের এন ডি আর এফ ফান্ড থেকে ডি বি টির মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয়