অল্পেতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল আইতরমা

oplus_0

আগরতলা : রাজধানীর আইতরমা বিল্ডিং-এর তিন তলায় অগ্নিকাণ্ড। জানা যায় আইতরমা বিল্ডিং-এর তিন তলায় একটি জিএসটি কনসালটেন্সি অফিস রয়েছে। সেই অফিসের একটি কক্ষে এইদিন অগ্নি সংযোগ ঘটে। ফায়ার এলার্ন বাজার পর বিল্ডিং-এর সিকিউরিটি গার্ড সহ অফিসের কর্মীরা আগুন নিভানোর কাজে ঝাপিয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের। দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনীর একটি ইঞ্জিন। শেষ পর্যন্ত দমকল বাহিনীর কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে জিএসটি কনসালটেন্সি অফিসের বেশকিছু গুরুত্বপূর্ণ নথির ক্ষতি হয়েছে। দমকল বাহিনীর এক কর্মী জানান ধারনা করা হচ্ছে বিদ্যুৎ-এর শটসার্কিট থেকে অগ্নি সংযোগ ঘটেছে। বিল্ডিং-এ আগুন নিভানোর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সহ ফায়ার এলার্ন রয়েছে। তবে এইদিন ফায়ার এলার্ন বাজলেও আগুন নিভানোর সরঞ্জাম গুলি কাজ করে নি। কেন আগুন নিভানোর সরঞ্জাম কাজ করে নি তা পরবর্তী সময় খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

Related posts

Govt committed to promote art, culture, literature: CM

পাট্টা প্রাপক কৃষকরাও প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন—কৃষিমন্ত্রী

কলা, সংস্কৃতি ও সাহিত্যের প্রচার ও প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী