ছিনতাইবাজকে গ্রেপ্তার করে স্বর্ণের চেইন উদ্ধার

আগারতলা : রাজধানীতে চুরি- ছিনতাইয়ের ঘটনা ঘটছে। অভিযোগ এসব বন্ধে পুলিসের তরফে নেই কার্যকরী কোন পদক্ষেপ। ফলে ছিনতাইবাজদের দৌরাত্ম্য বাড়ছে। চলতি মাসে কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে পূর্ব আগরতলা থানা এলাকায়। ঘটনা গুলি নিয়ে থানায় অভিযোগ দায়ের হয়। পুলিস এসব ঘটনার তদন্তে নেমে রাজধানীর শ্যামলীবাজার এলাকার বাসিন্দা বিপ্রজিত সাহা নামে একজনকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে দুটি স্বর্ণের চেইন সহ বিভিন্ন জিনিস উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে আরও কিছু জিনিস উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিস সেগুলি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সদর মহকুমার পুলিশ আধিকারিক জানান ২, ১৪ ও ১৬ ফেব্রুয়ারি পর পর বেশ কয়েকটি ছিনতাইর ঘটনার অভিযোগ আসে পূর্ব আগরতলা থানার পুলিশের নিকট। থানায় অভিযোগ দায়ের হওয়ার পর পূর্ব আগরতলা থানার পুলিশের একটি বিশেষ দল গঠন করা হয়। পুলিশের দলটি বেশকিছু সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে বিপ্রজিৎ সাহা নামে এক জনকে শনাক্ত করে। পরে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিস ছিনতাই হওয়া বাকি জিনিস উদ্ধার করতে পারে কিনা দেখার?

Related posts

Centre approves Rs 288.93 Crore flood relief for Tripura

Tripura CM meets Union Ministers Dharmendra Pradhan, Ashwini Vaishnaw

রহস্যজনক মৃত্যু শিবনগরে ভাড়াঘরে কলেজ পড়ুয়ার