কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রীর হাত ধরে উদ্বোধন রাজ্যভিত্তিক এফপিও মেলার

আগরতলা : বর্তমান রাজ্য সরকার কাজ করছে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, আত্মনির্ভর ত্রিপুরা গড়ার লক্ষ্যে।তার জন্য সরকার সকলকে সাহায্য করছে। যারা ব্যবসা করতে চায় তাদেরকে ঋন দেওয়া হয়। সোমবার রাজধানীর পূর্বাশা মাঠে রাজ্যভিত্তিক এফপিও মেলার উদ্বোধন করে একথা বলেন মন্ত্রী রতন লাল নাথ।এদিন রাজধানীর পূর্বাশা মাঠে শুরু হল প্রথম বারের মতো রাজ্য স্তরের এফপিও মেলা। উদ্বোধন করেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতন লাল নাথ। মেলায় বিভিন্ন জায়গা থেকে কৃষকরা তাদের উৎপাদিত সামগ্রী নিয়ে অংশ নেন।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন,এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, আত্মনির্ভর ত্রিপুরা গড়ার লক্ষ্যে বর্তমান রাজ্য সরকার কাজ করছে।তার জন্য সরকার সকলকে সাহায্য করছে। যারা ব্যবসা করতে চায় তাদেরকে ঋন দেওয়া হয়।তিনি বলেন কৃষক হল জাতীর মেরুদণ্ড, ছাত্র হল জাতীর বাহু আর শিক্ষক হল জাতীর মস্তিস্ক। তাই কৃষকদের সকলের পূর্বে প্রনাম করা উচিত। কৃষকরা উৎপাদন বন্ধ করে দিল মানুষ খাবার পাবে না। তিনি আরও বলেন, বিগত ৭ বছরে রাজ্য সরকার কৃষি কাজের ব্যবহুত যন্ত্রাংশ ক্রয় করেছে ১৯৮ কোটি টাকার। এইসকল যন্ত্রাংশ কৃষকদের প্রদান করা হয়েছে। কৃষকদের জন্য ৮৬ টি মার্কেট তৈরি করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ১৬৮ কোটি টাকা। বর্তমানে ত্রিপুরা রাজ্যে ৩২ টি কৃষক বন্ধু কেন্দ্র রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত ১ লক্ষ ৪৮ হাজার কৃষককে ১৫ কোটি টাকা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধায়ক দীপক মজুমদার, কৃষি দপ্তরের সচিব অপূর্ব রায়, স্থানীয় কর্পোরেটর সহ অন্যরা।

Related posts

সমাপ্ত হল এনসিসি ১৩ ত্রিপুরা বাহিনীর উদ্যোগে আয়োজিত ১০ দিন ব্যাপী কম্বাইন্ড প্রশিক্ষণ শিবির

অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে এস.ডি.পি.ও আমতলির নিকট ডেপুটেশান প্রদান করল ভারতীয় মজদুর মনিটরিং সেল

North Tripura to benefit from new agricultural schemes: CM