আগরতলা : বছরের বিভিন্ন সময়ে বেসরকারি সংস্থায় রাজ্যের ছেলে-মেয়েদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য আয়োজন করা হয় চাকরি মেলা। ইতিমধ্যে অনেক ছেলে-মেয়ের কর্মসংস্থান হয়েছে। ফের মঙ্গলবার চাকরি মেলার আয়োজন করা হয়। ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টারের ব্যবস্থাপনায় হয় চাকরি মেলা। রাজধানীর অফিসলেনস্থিত শ্রম ভবন প্রাঙ্গনে এই চাকরি মেলা হয়।এদিন ৫ টি কোম্পানিতে ১৩ টি ক্যাটাগরিতে ২৫০ জন লোক নিয়োগ করার জন্য এই মেলা। সংশ্লিষ্ট কোম্পানির আধিকারিকরা এদিন চাকরি মেলার মাধ্যমে তাদের পছন্দমতো কর্মী বাছাই করে নেন। চাকরি মেলায় এদিন চাকরি প্রত্যাশীদের অংশ গ্রহণ ছিল লক্ষনীয়। জানা গেছে ৫ টি সংস্থার মধ্যে একটি বহিঃরাজ্যের।বাকি ৪ টি কোম্পানির অফিস রয়েছে রাজ্যে। অষ্টম শ্রেণী উত্তীর্ণ থেকে গ্র্যাজুয়েট যুবক যুবতীরা চাকরি মেলায় চাকরির জন্য আবেদন করেন। বেকার যুবক- যুবতীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
আগরতলা শ্রম ভবনে চাকরি মেলায় প্রচুর যুবক- যুবতী অংশ নেয়
12