মহারাষ্ট্র পরিবেশমন্ত্রী দুইদিনের ত্রিপুরা সফরে এলেন

আগরতলা : দুইদিনের ত্রিপুরা সফরে এলেন মহারাষ্ট্র সরকারের পরিবেশমন্ত্রী পঙ্কজা গোপীনাথ মুণ্ডে ও নগর উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী মাধুরি মিসাল। ত্রিপুরা সফরে এসে মহারাষ্ট্র সরকারের দুই মন্ত্রী যান বাঁশের নার্সারি, উৎপাদন পরিদর্শনে। সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট আধিকারিকরা। তারা বিভিন্ন বিষয়ে অবগত করেন মহারাষ্ট্র থেকে আসা দুই মন্ত্রী। দুই মহিলা মন্ত্রী কথা বলেন এই শিল্পের সঙ্গে যুক্ত মহিলাদের সঙ্গে। বাঁশ দিয়ে গহনা তৈরির প্রশিক্ষণ কর্মসূচীরও সূচনা করেন তারা। এর পরে তারা বৈঠক করেন লিচুবাগান বাঁশ ও বেত উন্নয়ন ইনস্টিটিউটের কনফারেন্স হলে। সেখানে মহারাষ্ট্রের দুই মহিলা মন্ত্রী মতবিনিময় করেন সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পরিবেশমন্ত্রী পঙ্কজা গোপীনাথ মুণ্ডে বলেন, বাঁশ পরিকাঠামো সহ বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। কিভাবে বাঁশ চাষ, ব্যবহার, শিল্প গড়ে তোলা যায় সব কিছু আলোচনায় উঠে এসেছে। আগামী দিনে বাঁশ জাত শিল্প গড়ে তোলার ক্ষেত্রে দুই রাজ্যের সরকারি স্তরে পরিকল্পনা নেওয়া হতে পারে বলে জানা গেছে। মহারাষ্ট্রেও ব্যাম্বো মিশন চালুর আগ্রহ প্রকাশ করেন তিনি। এদিন তাদের সঙ্গে উপস্থিত ছিলেন মহারাষ্ট্র সরকারের প্রধান সচিব, ত্রিপুরা ব্যাম্বো মিশনের অধিকর্তা সহ অন্য আধিকারিকরা।

Related posts

Govt committed to promote art, culture, literature: CM

পাট্টা প্রাপক কৃষকরাও প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন—কৃষিমন্ত্রী

কলা, সংস্কৃতি ও সাহিত্যের প্রচার ও প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী