তিনদিনের ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যাল শুরু ২১ ফেব্রুয়ারি

আগরতলা : রাজ্যের গর্বের পালকে যোগ হচ্ছে আরো এক নতুন অধ্যায়। উড়ান এর আয়োজনে “ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যাল” আয়োজিত হতে চলেছে আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। আগামী একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন এই মহা উৎসবের শুভ সূচনা হবে। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এ কথা জানান আয়োজক সংস্থা উড়ানের কর্মকর্তারা। ২১,২২ এবং ২৩ ফেব্রুয়ারি চলবে এই লিটারেচার ফেস্টিভ্যালের আবেগঘন উৎসবমুখর আয়োজন। আগামী ২১ ফেব্রুয়ারি বিকাল পাঁচটায় প্রথমবারের মতো ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যাল এর শুভ সূচনা করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর(ডাঃ) মানিক সাহা মহোদয়কে অনুরোধ জানানো হয়েছে। এই মহতি অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে তেলেঙ্গানার মহামান্য রাজ্যপাল জিষ্ণু দেববর্মা মহোদয়ের। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে রাজ্যের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরীকেও। তিনদিনের এই আয়োজনকে সাজানো হয়েছে নানা আঙ্গিকে। এই লিটারেচার ফেস্টিভ্যালে উপস্থিত থাকতে দেশ এবং বিদেশ থেকে কবি-সাহিত্যিক, বিজ্ঞানী, চিকিৎসক, শিল্পী এবং বুদ্ধিজীবীরা ২০ তারিখ পদার্পণ করবেন আগরতলায়। লিটারেচার ফেস্টিভ্যালকে কেন্দ্র করে এত বড় আয়োজন ত্রিপুরা রাজ্যে খুব সম্ভবত এবারই প্রথম। এই আয়োজনে উপস্থিত থাকবেন বুকার পুরস্কার বিজয়ী, ম্যাগসেসে পুরস্কার বিজয়ী সহ বিশিষ্ট ব্যক্তিরা।

 

Related posts

Centre approves Rs 288.93 Crore flood relief for Tripura

Tripura CM meets Union Ministers Dharmendra Pradhan, Ashwini Vaishnaw

রহস্যজনক মৃত্যু শিবনগরে ভাড়াঘরে কলেজ পড়ুয়ার