আগরতলা : চলতি মাসেই ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও দ্বাদশের পরীক্ষা।বিভিন্ন জায়গায় পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। বুধবার আগরতলা পুর নিগমের ২০ নং ওয়ার্ড ও যুব মোর্চা টাউন বড়দোয়ালী মণ্ডলের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত ছিলেন ২০ নং ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত সহ যুব মোর্চার নেতৃত্ব। পরীক্ষায় বসার প্রাক লগ্নে যুব মোর্চার কর্মীদের কাছ থেকে শুভেচ্ছা পেয়ে খুশি পরীক্ষার্থীরা। যুব মোর্চার এক কর্মী জানান প্রদেশ যুব মোর্চার পক্ষ থেকে গতবছরও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার আগে শুভেচ্ছা জানানো হয়। অনুরূপ ভাবে এবছরও পরীক্ষার্থীদের বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। পরীক্ষার্থীদের উজ্জল ভবিষ্যৎ কামনা করেন তারা।
বাড়ি বাড়ি গিয়ে পরীক্ষার্থীদের শুভেচ্ছা পুর নিগমের ২০ নং ওয়ার্ড ও যুব মোর্চার তরফে
15