এম বি টিলা বাজারের সংস্কারের কাজ পরিদর্শন পুর নিগমের মেয়রের

আগরতলা : দ্রুত গতিতে চলছে এম বিলা বাজার সংস্কারের কাজ। বুধবার পুর নিগমের মেয়র দীপক মজুমদার রাজধানীর এম বি টিলা বাজারের সংস্কারের কাজ সরজমিনে ঘুরে দেখলেন। মেয়রের সঙ্গে ছিলেন পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, ৩৯ নং ওয়ার্ডের কর্পোরেটর অলক রায় সহ অন্যান্যরা। ১ কোটি ৭৫ লক্ষ টাকায় নির্মীয়মাণ বাজারের প্রথম পর্যায়ের কাজ আগামী এপ্রিল মাসের মধ্যে শেষ হবে বলে জানান মেয়র দীপক মজুমদার। তিনি আরো জানান এই বাজারের নির্মাণ কাজ আরও আগে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু যাকে কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল সে কাজ সম্পন্ন করতে না পারায় পরবর্তী সময় নতুন করে টেন্ডার ডেকে নতুন ঠিকাদারকে কাজের দায়িত্ব দেওয়া হয়। বর্তমানে দ্রুত গতিতে কাজ চলছে। বাজারটির সংস্কারের কাজ শেষ হয়ে গেলে ক্রেতা বিক্রেতাদের সুবিধা হবে বলেও জানান তিনি। এখন দেখার কবে নাগাদ কাজ সম্পন্ন হয়।

Related posts

IPFT, Tipra Motha leaders called on CM

CM directs vigilance, asks for report on Pakistani nationals

আইপিএফটি, তিপ্রা মথা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী