মনিপুরের সমস্যার জন্য দেশের বর্তমান সরকারকে কাঠগড়ায় তুলেন লালজি দেসাই

আগরতলা : বিজেপি গুন্ডা বাহিনী দিয়ে ত্রিপুরা চালাচ্ছে। গুন্ডাগিরি দেশজুড়েও চলছে । বিরোধীদের ধাবিয়ে রাখার চেষ্টা করছে শাসক দল। বর্তমানে চোরেরা দেশকে লুটছে। বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে সেবাদলের সর্বভারতীয় মুখ্য সংগঠক লালজি দেসাই। বেকার সমস্যা নিয়েও তিনি বিজেপি সরকারের সমালোচনা করেন।মনিপুরের সমস্যার জন্য দেশের বর্তমান সরকারকে কাঠগড়ায় তুলেন তিনি। প্রদেশ কংগ্রেস ও সেবা দলের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার উদয়পুরে হবে জয় বাপু, জয় ভিম, জয় সংবিধান কর্মসূচি। এই কর্মসূচিকে সামনে রেখে বুধবার রাজ্য সফরে এলেন সেবাদলের সর্বভারতীয় মুখ্য সংগঠক লালজি দেসাই। রাজ্য সফরে এসে বুধবার সন্ধ্যায় প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাড়িয়ে ডঃ বি.আর আম্বেদকরকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করার পর দেশ জুড়ে জয় বাপু, জয় ভিম, জয় সংবিধান কর্মসূচি শুরু হয়।

Related posts

Centre approves Rs 288.93 Crore flood relief for Tripura

Tripura CM meets Union Ministers Dharmendra Pradhan, Ashwini Vaishnaw

রহস্যজনক মৃত্যু শিবনগরে ভাড়াঘরে কলেজ পড়ুয়ার