পুলিস ফুটবলের জাতীয় আসর হতে যাচ্ছে ত্রিপুরায়

আগরতলা : পুলিস ফুটবলের জাতীয় আসর হতে যাচ্ছে ত্রিপুরায়। প্রথম বারের মতো হবে এই চ্যাম্পিয়নশিপ।এই ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে শুক্রবার ঊমাকান্ত ময়দান ঘুরে দেখলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন। সাথে ছিলেন রাজ্য পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। দেশের বিভিন্ন রাজ্য থেকে ৪৫ টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। টুর্নামেন্টকে সামনে রাখে চলছে চূড়ান্ত প্রস্তুতি। এইদিন টুর্নামেন্টের যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখেন রাজ্য পুলিশের ডিজি অমিতাভ রঞ্জন। বিএসএফ, সিআরপিএফ, আরপিএফ এবং সিআইএসএফ-এর কন্টিনজেন্ট সহ মোট ৪৫ টি দল এই টুর্নামেন্টে অংশ গ্রহণ করবে। পুরুষ ও মহিলা উভয় বিভাগে এই টুর্নামেন্ট হবে। টুর্নামেন্টে পুরুষ বিভাগে ৩৬ টি দল এবং মহিলা বিভাগে ৯ টি দল অংশ গ্রহণ করবে। টুর্নামেন্টের ম্যাচ গুলি রাজ্যের পাঁচটি স্থানেহবে। এর মধ্যে রয়েছে উমাকান্ত স্টেডিয়াম, মোহনপুরের তুলাবাগান স্টেডিয়াম, জিরানিয়ার শচীন্দ্র কলোনি গ্রাউন্ড, জাম্পুইজালা গ্রাউন্ড এবং উদয়পুরের চন্দ্রপুর গ্রাউন্ড।২৪ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত হবে অল ইন্ডিয়া পুলিশ ফুটবল টুর্নামেন্ট।

Related posts

CM urges indigenous section to join BJP for stronger Tripura

রাজ্যের বেকারদের বিভ্রান্ত করছে বাম যুব সংগঠনের নেতৃত্ব

CM listens to public grievances in Mukhyamantri Samipeshu, assures medical support to citizens