আগরতলা : এন সি সি থানার পুলিসের হাতে ফের আটক দুই নেশা কারবারি।বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার হয় তাদের কাছ থেকে। এনসিসি থানার ওসি জানান বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে দুর্জয়নগর এলাকার বাসিন্দা সাগর দেবনাথ তার বাড়িতে বিপুল পরিমাণ নেশা সামগ্রী মজুত রয়েছে বলে জানতে পারেন। সেই সংবাদের ভিত্তিতে সাগর দেবনাথের বাড়িতে অভিযান চালান। অভিযানে প্রায় ৬ গ্রাম ব্রাউন সুগার, ব্রাউনসুগারের খালি কৌটা ও কিছু নগদ অর্থ উদ্ধার হয়। একই সাথে আটক করা হয় সাগর দেবনাথকে। সাগর দেবনাথকে জিজ্ঞাসাবাদ চালিয়ে বিপ্লব দেবনাথ নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃতদের আদালতে সোপর্দ করে এনসিসি থানার পুলিশ। এখন দেখার পুলিস তদন্ত ক্রমে এর সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা তা বের করতে পারে কিনা?
পুলিসের তল্লাশিতে দুর্জয়নগর এলাকায় এক বাড়ি থেকে উদ্ধার ড্রাগস
23