অবৈধ দোকান ভেঙে গুঁড়িয়ে দিল পুর নিগম লেক চৌমুহনী বাজার এলাকায়

আগরতলা : লেক চৌমুহনী বাজারে ক্ষুদ্র দোকানীদের অবৈধ নির্মাণ বুল ড্রজার দিয়ে গুঁড়িয়ে দিল পুর নিগম। বৃহস্পতিবার ভোর থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান। এলাকা পরিদর্শন করলেন নিগমের মেয়র। এলাকা পরিদর্শন করে ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ সিপিএম নেতৃত্বের। আগরতলা পুর নিগম থেকে আগরতলা শহরের প্রতিটি বাজারকে আধুনিক মানের বাজারে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই মোতাবেক লেক চৌমুহনী বাজারটিকেও উন্নত মানের বাজারে পরিণত করা হবে। তার জন্য বেশ কয়েক দফা বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলেন মেয়র দীপক মজুমদার।লেক চৌমুহনী বাজারে পিছনের দিকে বাধের পাড়ে যে সকল ব্যবসায়ী অবৈধ ভাবে অস্থায়ী ও স্থায়ী ঘর নির্মাণ করে ব্যবসা করে আসছিলেন, তাদেরকে তাদের দোকানপাট ভেঙ্গে ফেলার জন্য বলা হয়। কিন্তু তারপরও তারা তাদের দোকানপাট ভাংছিলেন না। অবশেষে বৃহস্পতিবার ভোরে পুর নিগম থেকে এই সকল দোকানপাট ভেঙ্গে ফেলা হয় ড্রজার দিয়ে। এতে ক্ষতিগ্রস্ত হয় শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাথায় হাত। কিভাবে তারা সংসার চালাবেন বুঝে উঠতে পারছেন না। এদিকে অভিযান শেষে পরিদর্শনে যান মেয়র দীপক মজুমদার। তিনি কথা বলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে।ক্ষতিগ্রস্তদের পরবর্তী সময়ে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে বলে তিনি জানান। ঘটনার খবর পেয়ে এলাকাটি পরিদর্শন করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ সিপিএম নেতৃত্ব। তারা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। সমস্ত কিছু সম্পর্কে অবগত হন। মানিক সরকার মন্তব্য করেন এটা পুর নিগমের অমানবিক কাজ।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে