পূর্ব থানার পুলিস গ্রেপ্তার করলো ৫ প্রতারককে

আগরতলা : ৫ সাইবার প্রতারককে জালে তুলতে সক্ষম হল পূর্ব আগরতলা থানার পুলিস।কয়েক বছর ধরে সাইবার প্রতারণার শিকার হয়েছেন অনেকে। এখনও হচ্ছেন। অনেকেই প্রচুর টাকাও খুইয়েছেন প্রতারণার শিকার হয়ে। বিভিন্ন ভাবে লোকজনের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। পুলিসে মাম্নলা হলেও এসবের কোন সুরাহা ঠিক ভাবে হতো না। অবশেষে পূর্ব আগরতলা থানার পুলিস সাইবার প্রতারণা চক্রের সন্ধান পায়। জানা গেছে রাজধানীর মঠ চৌমুহনী এলাকার বাসিন্দা সুমিত্র কুমার বনিকের একটি ট্র্যাভেলস এজেন্সি রয়েছে। বুধবার এক যুবক আসে কাশ্মীর ভ্রমণের জন্য প্যাকেজ জানতে। সেই মতো মালিক জানান ৪৫ হাজার টাকার প্যাকেজ রয়েছে,। যুবকটি ১০ হাজার টাকা দিয়ে বুকিং করে যায়। অভিযোগ কিছু সময় পরে যুবকটি এসে জানায় সে এখন এটি বাতিল করতে চায়। তাই তার টাকা ফেরত দিয়ে দেওয়ার জন্য। সেই মতো ট্র্যাভেলসের মালিক টাকা ফেরত দিয়ে দেয়। তখনই তামিলনাড়ু পুলিসের কাছ থেকে উনার কাছে ফোন আসে এবং বলা হয় সুমিত্র বাবু একাউন্টে প্রতারণার টাকা ঢুকেছে তাই উনার একাউন্ট সিজ করে দেওয়া হয়েছে। কিছু বুঝে উঠতে না পেরে তিনি সঙ্গে সঙ্গে পূর্ব আগরতলা থানায় যান এবং ঘটনা খুলে বলেন। পুলিস ঘটনার তদন্তে নেমে প্রথমে জিজ্ঞাসাবাদ বুকিং করতে আসা যুবককে। এই সূত্র ধরে ৫ জনকে আটক করে। সদর মহকুমা পুলিস আধিকারিক জানান ধৃতদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ চালিয়ে উদ্ধার হয়েছে এ টি এম কার্ড, আধার কার্ড, মোবাইল, নগদ অর্থ। অভিযোগ এগুলি ব্যবহার করেই তারা মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। পুরো ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিস।এখন দেখার এর মুলে যেতে পারে কিনা পুলিস?

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে