টিএমসির ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি দুই ছাত্র সংগঠনের

আগরতলা : পড়ুয়াদের পাস করিয়ে দেওয়ার কথা বলে টি এম সিতে অর্থ নেওয়ার অভিযোগের উচ্চ পর্যায়ের তদন্ত দাবি বাম দুই ছাত্র সংগঠন এসএফআই- টিএসইউর।দুই সংগঠনের তরফে শনিবার মেডিক্যাল শিক্ষা অধিকর্তার কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। অভিযোগ ত্রিপুরা মেডিক্যাল কলেজে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে পড়ুয়াদের পাস করিয়ে দেওয়া হচ্ছে। কলেজের ফিজিওলজি বিভাগের প্রধান অধ্যাপিকা ডাঃ সোমা চৌধুরীর বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ ইতিমধ্যে সামনে এসেছে। কলেজের অধ্যক্ষের নিকট ইতিমধ্যে তিন পড়ুয়া লিখিত অভিযোগ জানিয়েছেন বলে খবর। এই সংবাদ প্রকাশ্যে আসার পর কলেজের আধিকারিকদের দৌড়ঝাঁপ শুরু হয় গেছে। গোটা ঘটনাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে এইবার সরব হল বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই ও টিএসইউ। শনিবার এসএফআই ও টিএসইউ-র পক্ষ থেকে মেডিক্যাল এডুকেশনের অধিকর্তার নিকট ডেপুটেশান প্রদান করা হয়। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন এসএফআই-র রাজ্য সম্পাদক সন্দীপন দেব, টি এস ইউর সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা সহ অন্যরা।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে