আগরতলা : রান্নার গ্যাসের বর্ধিত মূল্য, পেট্রোল- ডিজেলের উপর অতিরিক্ত অন্তঃশুল্ক বাতিলের দাবিতে পথে নামলো সিপিএম ডুকলি মহকুমা কমিটি। একই সঙ্গে দাবি জানানো হয় সম্প্রতি সংসদে পাস হওয়া ওয়াকফ সংশোধনী আইন বাতিলের। সিপিএম-র অভিযোগ এই সংশোধনী আইন মুসলিম সমাজের সাংবিধানিক অধিকার হরণকারী। এসব বাতিলের দাবিতে এদিন সিপিএম-র তরফে ড্রপগেট এলাকা থেকে বের হয় স্লোগান সোচ্চার বিশাল মিছিল,। জাতীয় সড়ক ধরে এই মিছিল বিভিন্ন এলাকা পরিক্রমা করে নাগেরজলায় শেষ হয়। কর্মসূচীতে ছিলেন সিপিএম নেতা নারায়ণ দেব, সমর চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক রাজ কুমার চৌধুরী, বিধায়ক রামু দাস, যুব নেতা নবারুণ দেব সহ অন্যরা। এদিনের মিছিলেন ব্যাপক সংখ্যায় নারী-পুরুষ অংশ নেয়। মহকুমা সম্পাদক সমর চক্রবর্তী বলেন, রান্নার গ্যাসের মূল্য ৫০ টাকা বাড়িয়ে সাধারণ মানুষের উপরে আর্থিক বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। উজ্জলা যোজনায়ও ৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে।এভাবে মানুষের উপরে বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। দেশে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হচ্ছে। ওয়াকফ সংশোধনী আইনের মধ্য দিয়ে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতে চাইছে বলেও অভিযোগ সমর বাবুর।
রান্নার গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে পথে নামলো সিপিএম
18